[pic]বকুলতলার আমরা
উদ্দেশ্যঃ বকুলতলার বন্ধুদের মাঝে বন্ধন দৃঢ় করা এবং আজীবন সবার মাঝে সুন্দর সম্পর্ক রক্ষা করা।
গঠনতন্ত্রঃ
➢ সংগঠনের নাম বকুলতলার আমরা।
➢ সংগঠনের একটি স্বাধীন পরিচালনা পর্ষদ থাকবে।
➢ সংগঠনের পরিচালনা পর্ষদ সংগঠন পরিচালনা সম্পর্কিত সকল সিদ্ধান্ত গ্রহনের ক্ষমতা বহন করে।
➢ সংগঠনের সদসসদের স্ত্রী এবং সন্তানরা সংগঠনের সদস্যপদ গ্রহন করতে পারবে।
➢ সংগঠনের সদস্যদের কোনও বন্ধু সদস্যপদ গ্রহন করতে চাইলে পরিচালনা পর্ষদ ও উপদেষ্টা পর্ষদের সদস্যদের সম্মতিক্রমে সদস্যপদ গ্রহন করতে পারবে।
➢ সকল সদস্য প্রতি মাসে নির্দিষ্ট পরিমান টাকা সঞ্চয় করবে।
➢ মাসিক সঞ্চয়ের টাকার পরিমান ৫০০/=(পাঁচশত) টাকা ধার্য করা হল।
➢ একজন সদস্য একাধিক শেয়ার গ্রহন করতে পারবে।
➢ সদস্যদের মাসিক সঞ্চয়ের টাকা প্রতি মাসের ১০ তারিখ এর ভিতর জমা দিতে হবে।
➢ সংগঠনের দেশের বাইরে অবস্থানরত সদস্যরা ত্রৈমাসিক, দ্বিবার্ষিক বা বার্ষিক ভাবে তাদের মাসিক সঞ্চয়ের টাকা জমা দিতে পারবে।
➢ পরবর্তীতে যোগদানে ইচ্ছুক সদস্যদেরকে সংগঠন শুরুর সময় হতে সমুদয় সঞ্চয়ের শেয়ার এর টাকা একত্রে পরিশোধ করে যোগদান করতে হবে।
➢ সংগঠনের সদস্যদের সঞ্চয়ের টাকা থেকে যে সুদ পাওয়া যাবে টা সদস্যদের বিভিন্ন কল্যাণমূলক কাজ ও বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হবে।
➢ প্রতি তিন মাস অন্তর সংগঠনের পরিচালনা পর্ষদ একটি সভার আয়োজন করবে।
➢ প্রতি বছর সংগঠন একটি বার্ষিক সভার আয়োজন করবে। এই দিনে সংগঠনের সকল সদস্য একত্রে মিলিত হবে। দেশ এর বাইরে অবস্থানরত সদস্যদের ক্ষেত্রে এই শর্ত শিথিল যোগ্য।
➢ সংগঠনের গঠনতন্ত্র সংগঠনের পরিচালনা পর্ষদ ও সংগঠনের সদস্যদের মধ্যে আলোচনা সাপেক্ষে পরিবর্তনযোগ্য।
পরিচালনা পর্ষদ
সভাপতিঃ মোহাইমেনুর রাশিদ।
সহ- সভাপতিঃ ফয়সাল আজিজ।
সাধারন সম্পাদকঃ এস. এম. ইমরান হাসান।
সহ- সাধারন সম্পাদকঃ
অর্থ সম্পর্কিত উপ- কমিটিঃ
➢ রনি।
➢ নুর- আযম।
প্রশাসন সম্পর্কিত উপ- কমিটিঃ
➢ মাহমুদ।
➢ গহীন।
প্রচার ও দপ্তর সম্পর্কিত উপ- কমিটিঃ
➢ ফাহাদ।
➢ সম্রাট।
আয়োজন ও সাংস্কৃতিক সম্পর্কিত উপ- কমিটিঃ
➢ আহাদ।
➢ আয়ন।
সংগঠন সম্পর্কিত উপ- কমিটিঃ
➢ শামীম।
➢ হায়দার।
উপদেষ্টা পর্ষদঃ
➢ রাসেল।
➢ রোকন