Free Essay

Arx Welding Conditions

In:

Submitted By mirzaasad13
Words 312
Pages 2
মেসে থাকার নিয়মাবলী

১। প্রতি মাসের ২৫ - ৩০ তারিখের মধ্যে পরবর্তী মাসের খাওয়া ও থাকার সম্পূর্ন টাকা পরিশোধ করতে হবে।
২। কোন ধরনের নেশা / মাদক দ্রব্য ক্যান্টিন এর ভিতরে ব্যবহার ও সংরক্ষন করা নিষেধ।
৩। ক্যান্টিনে খাওয়ার সময় অবশ্যই ID কার্ড প্রদর্শন করতে হবে, ID কার্ড হারিয়ে গেলে সাথে সাথে কর্তৃপক্ষকে জানাতে হবে এবং ১০০ টাকা জরিমানা দিয়ে পুনরায় কার্ড সংগ্রহ করতে হবে।
৪। মেস ও সেন্টারের আশে পাশের কোন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না।
৫। কেন্টিন এর নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে খাওয়া দাওয়া করতে হবে, সময় শেষ হওয়ার পর খাওয়া না পেলে কর্তৃপক্ষ দায়ী নয়।
৬। যার যার রুম নিজ দ্বায়িত্বে পরিস্কার করতে হবে।
৭। রুমে থাকা অবস্থায় রুমমেটের সাথে কোন ধরনের সমস্যা হলে সাথে সাথে কর্তৃপক্ষকে জানাতে হবে, মারামারি বা ঝগড়া করা যাবে না।
৮। কর্তৃপক্ষকে না বলে ৭ দিন মেসে না থাকিলে ভর্তি বাতিল বলে গন্য হবে।
৯। ভাড়া পরিশোধের পরে সেই ভাড়া ফেরতযোগ্য নয়।
১০। নিজ নিজ মালামাল টাকা ইত্যাদি নিজ নিজ দায়িত্বে রাখতে হবে, কোন কিছু হারিয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়।
১১। প্রতি মাসের ১৫ তারিখ পর্যন্ত ভর্তির ক্ষেত্রে সম্পূর্ন মাসের টাকা এবং ১৫ তারিখের পর ভর্তির ক্ষেত্রে অর্ধেক মাসের টাকা পরিশোধ করতে হবে।
১২। কর্তৃপক্ষ যে কোন সময় যেকোন নিয়ম পরিবর্তন এবং ছাত্র বহিস্কার করার ক্ষমতা বহন করে।

|দিন |সাপ্তাহিক খাবার তালিকা ও সূচি |
| |সকাল |দূপূর |রাত |
| |৬.৩০ – ৮.০০ |১.০০ – ২.৩০ |৮.৩০ – ১০.০০ |
|শনিবার |খিচুরি |ভাত + ডাল + বড় মাছ |ভাত + ডাল + গুরা মাছ |
|রবিবার |ভাত + ডাল + ভাজি |ভাত + ডাল + মুরগী |ভাত + ডাল + মুরিঘণ্ট |
|সোমবার |ভাত + ডাল + আলুভর্তা |ভাত + ডাল + বড় মাছ |ভাত + ডাল + ছোট মাছ |
|মঙ্গলবার |ভাত + ডাল + সবজি |ভাত + ডাল + বড় মাছ |ভাত + ডাল + মুরগী গিলা কলিজা |
|বুধবার |খিচুরি |ভাত + ডাল + গরুর মাংস |ভাত + ডাল + ছোট মাছ |
|বৃহস্পতিবার |ভাত + ডাল + ভর্তা |ভাত + ডাল + বড় মাছ |ভাত + ডাল + ডিম ভূনা |
|শুক্রবার |খিচুরি |ভাত + ডাল + মুরগী |ভাত + ডাল + ছোট মাছ |
|**বিশেষ কোন কারনে খাবার তালিকায় পরিবর্তন হতে পারে। |

Similar Documents

Free Essay

Integrated Circuits

...TTL Cookbook BY Don Lancaster A Division of M t i c e Hall ComputerPublishing 11 711 Nonh College, Cmel, Indiana 46032 USA " 1974 by SAMS A Division of Prentice Hall Computer Publishing. All rights reserved. No parts of this book shall be reproduced, stored in a retrieval system, or transmitted by any means. electronic, mechanical, photocopying, recording, or otherwise, without written permission from the publisher. No patent liability is assumed with respect to the use of the information contained herein. While every precaution has been taken in the preparation of this book, the publisher assumes no responsibility for errors or omissions. Neither is any liability assumed for damages resulting from the use of the information contained herein. International Standard Book Number: 0-672-21035-5 Library of Congress Catalog Card Number: 73-90295 Interpretation of the printing code: the rightmost double-digit number of the first column is the year of the book's printing; the rightmost double-digit number of the second column, the number of the book's printing. For example, a printing code of 92-23 shows that the twenty-third printing of the book occurred in 1992. Printed in the United States of America. Preface I don't like to revise books. Correct, yes. Revise, no. So I won't. A book becomes history the instant it appears in print. To tamper with history messes with what others and I were thinking at the time and distorts the way things...

Words: 89774 - Pages: 360

Free Essay

Society

...Table of Contents Partial table of contents: Carbon Compounds and Chemical Bonds. Representative Carbon Compounds. An Introduction to Organic Reactions: Acids and Bases. Alkanes and Cycloalkanes: Conformations of Molecules. Stereochemistry: Chiral Molecules. Alkenes and Alkynes I: Properties and Synthesis. Alkenes and Alkynes II: Addition Reactions. Radical Reactions. Alcohols and Ethers. Conjugated Unsaturated Systems. Aromatic Compounds. Reactions of Aromatic Compounds. Aldehydes and Ketones I: Nucleophilic Additions to the Carbonyl Group. Aldehydes and Ketones II: Aldol Reactions. Carboxylic Acids and Their Derivatives: Nucleophilic Substitution at the Acyl Carbon. Amines. Carbohydrates. Lipids. Answers to Selected Problems. Glossary. Index. Solomons/Advices ADVICES FOR STUDYING ORGANIC CHEMISTRY 1. Keep up with your studying day to day –– never let yourself get behind, or better yet, be a little ahead of your instructor. Organic chemistry is a course in which one idea almost always builds on another that has gone before. 2. Study materials in small units, and be sure that you understand each new section before you go on to the next. Because of the cumulative nature of organic chemistry, your studying will be much more effective if you take each new idea as it comes and try to understand it completely before you move onto the nest concept. 3. Work all of the in-chapter and assigned problems. 4. Write when you study. over and over again. Write the reactions, mechanisms...

Words: 71293 - Pages: 286