...দৌড়ে পালাতে লাগল। অন্য বালকটি বুঝতে পারল না তার কি হয়েছে এবং কেন এভাবে দৌড়ে পালাচ্ছে। সে তার পিছন পিছন আরো জোরে দৌড়ে এসে তাকে ধরে ফেলল। - কিরে, এভাবে দৌড়ে পালাচ্ছিস কেন? - মা বলেছিল আমি যখন নগ্ন মেয়ে দেখব, তখন জমে পাথর হয়ে যাব। - আরে তোর মা তোকে ভয় দেখিয়েছে। - নারে, মেয়েদের দেখা মাত্রই একটা জায়গায় শক্ত হতে শুরু করছিল। ০৪. বাংলা স্যার ক্লাসে পডাচ্ছে, স্যার এর পেন্টের চেইন খুলা সেটা দেখে ক্লাসে মেয়েরা হাসা-হাসি করতাছে স্যার এসব না বুঝে রাগ করে বললেন, স্যারঃ বেশি হাসা-হাসি করলে বাহিরে বের কইরা খারা কইরা রাখুম 05 প্রেম চলাকালীন সময়ে প্রেমিকা প্রেমিককে বলল, এত জোরে না সোনা , প্লিজ। আমার হার্ট দুর্বল। প্রেমিক আশ্বস্ত করল, ভয় পেও না, এটা অতদূর যাবে না। 06 এক স্তন আরেক স্তনকে বলে, “ লড়াই হয় নীচে ,আর পাকড়াও হই আমরা” ৯. বাসর রাতে স্বামী বউয়ের চোখে বারবার চুমু দিচ্ছে বউ বলল, “ বারবার চোখে চুমু দিচ্ছ কেন?” স্বাম , “ তোমার চোখ হলো আমার কাছে ভালোবাসার বই,শুধু পাঠ করতে মন চায়” বউ , “ নিচে লাইব্রেরীতে আগুন জ্বলছে,আর তুমি বই নিয়ে ব্যাস্ত” (গররররর) (গররররর) ১২. গড়পরতা ৬-৭ ইঞ্চি লম্বা যা পেন্টের ভিতর থাকে এবং মেয়েরা খুব পছন্দ করে। জিনিষটা কি? বলেন দেখি-???...
Words: 469 - Pages: 2
...একজন তারেক মাসুদ : একটি মাটির ময়নার ব্যবচ্ছেদ http://mukhomukhoshmag.com/2013/12/16/the-clay-bird/ ফিরোজ আহমেদ মাটির ময়না ছবিটিকে দৈর্ঘ্যে প্রস্থে বা দ্বিমাত্রিকতার পর্দা-উপস্থাপনে যেমন দেখা গেছে সবমিলিয়ে তা একটি নিটোল গতির, প্রকৃতিঘনিষ্ঠ, শব্দনিষ্ঠ, দৃষ্টিনন্দন ছবি। তারপরও সিনেমাবোদ্ধা কেউ হয়ত আলোচনা করার মত ত্রুটি-বিচ্যূতি তাতে খুঁজে পেতে পারেন। তবে দৈর্ঘ্যপ্রস্থের মাত্রায় “মাটির ময়না” তে কী আছে আর কী নেই তার চাইতে বরং মাটির ময়নার গভীরতায় কী বক্তব্য আছে সেদিকে দৃষ্টি দিলেই আমরা বুঝতে পারব একজন তারেক মাসুদের কেন প্রয়োজন ছিল আমাদের। মাটির ময়না মুক্তিযুদ্ধের বিষয়ভিত্তিক ছবি- সাধারণ্যে এমনটাই প্রচার পেয়েছে এবং বেশীরভাগ দর্শক সে আলোকেই ছবিটিকে বিচার করে সন্তুষ্টি উপভোগ করেছেন। কিন্তু এটি ছবিটির বহুস্তরী গভীরতার উপরিস্তর মাত্র। তারেক মাসুদের সফলতার এটা একটা কারণ যে, তিনি মাটির ময়নার বক্তব্যকে বহুস্তরে প্রক্ষেপিত করতে পেরেছেন। সাধারণ দর্শকশ্রেণী তাদের ব্যস্ত জীবনের স্বল্প অবসরে দৃষ্টিনন্দন, শ্রুতিসুখকর, শৈশবগামী কিন্তু আবার দেশের জন্য আত্মোৎসর্গের সর্বব্যাপী আবেগে জারিত নিখুঁত একটি পর্দাপরিস্ফূটন দেখে খুশি হয়েছেন। অগ্রসর দর্শকশ্রেণী আর একধাপ এগিয়ে ছবিটিতে খুঁজে পেয়েছেন একটি দেশের জন্মলগ্নে সে দেশের গর্ভে উত্তাল আলোড়ন কীভাবে সৃষ্টি হয়ে কোথা দিয়ে চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন হয় সেই চিত্র। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম কীভাবে একটি গহন, গভীর, নিস্তরঙ্গ গ্রাম ফুলপুরের সাধারণ মানুষের জীবন ও চেতনায় তার জন্মদাগ রেখে যায় তা দেখেছেন। বিপরীতভাবে, জন্মের কী এক দারুণ আকাঙ্খায় শিশু যেভাবে নাড়ীতে টান ফেলে, নাড়ীকে ছিন্ন করে পৃথিবীতে মুক্ত হয় সেভাবেই বাংলাদেশের কত গহন গর্ভে বসবাসকারী কতশত নিতান্ত...
Words: 2309 - Pages: 10
...মুরগীর মাংসের টেষ্ট নাকি ঠিক সময় লবন দেওয়ার উপর নির্ভর করে । মা বলে মাংস কষানোর ঠিক আগে লবন দিতে হয় । কিন্তু এই একটা কাজই আমি ঠিক মত পারি না । ইতি মধ্যে দুইবার লবন দেওয়া হয়ে গেছে তবুও আমার কাছে মনে হচ্ছে যে লবন মনে হয় ঠিক মত হয়নি । তৃতীয় বার লবন দেওয়ার প্রস্তুতি চলছে । মাংসে আর কতটুকু লবন দিবো এই যখন ভাবছি তখনই ডোরবেলটা বেজে উঠল । এই সময়ে কে এল ? কারো তো আসার কথা না । আর ছুটির দিনে মানুষ জন ঠিক আমার বাড়ির দিকে পা মাড়ায় না । কারন তারা খুব ভাল করে জানে ছুটির দিকে আমার একটু রান্নার বাতিক আছে । আর আমার রান্না যে একবার খেয়েছে সে দ্বিতীয় বাড় আর এদিকে পা দেয় নি । তাহলে কে এল ? মনটা একটু খুশি হল । যাক,কেউ তো এসেছে ! যেই আসুক,তাকে দুপুরে না খাওয়িয়ে ছাড়ছি না । আগুন টা একটু কমিয়ে দিয়ে দরজা খুলতে গেলাম । দরজা খুলে খানিকটা চমকালাম । নিশি দাড়িয়ে আছে । হালকা নীল রংয়ের একটা শাড়ি পরা । মুখে খানিকটা লজ্জা মিশ্রত হাসি । খানিকটা লজ্জিত হয়েই বলল -সরি খবর না দিয়ে চলে এলাম । আই হোপ ইউ ডোন্ট মাইন্ড । -না ঠিক আছে । আমার অবাক ভাব টা তখনও কাটেনি । নিশির এখন এখানে আসার কথা না । কোন ভাবেই না । তাহলে কেন এল । আমি হাসলাম । বললাম -আসুন । আমার ঠিকানা পেয়েছেন কোথায় ? -চেষ্টা করলে কি না পাওয়া যায় ! এই কথাটও আমি ঠিক বুঝলাম না । আমি এমন কেউ না যে আমার ঠিকানা খোজার জন্য চেষ্টা করতে হবে । নিশি ঘরের ভিতর ঢুকলো । এদিক ওদিক তাকাতে তাকাতে বলল -এখানে একা থাকেন ? -হুম । একাই ! হায় হায় আমার না চুলায় মুরগি !! আমি নিশিকে বললাম -প্লিজ একটু বসুন । রান্না চড়িয়েছি তো ! -রান্না ?? আপনি নিজে রান্না করেন ? নিশি খানিকটা অবাক হওয়ার কন্ঠে বলল । -প্রতি দিন না । এই ছুটির দিন গুলোতে নিজেই রান্না করে খাই ।...
Words: 1218 - Pages: 5
...।। ভূত, প্রেত, অশরীরী, আত্মা, নিয়ে কিছু কথা ।। by ।। ভূতুড়ে গল্প ।। on Tuesday, July 26, 2011 at 7:39pm ভূত, ইংরেজীতে Ghost, যার উৎপত্তি পুরাতন জার্মান ভাষায় gaistaz শব্দ থেকে। এর অর্থ রাগ,ভয়। সুদুর অতীত থেকে ঈশ্বরের প্রতিপক্ষ হিসেবে জ্বীন-ভুত-শয়তান পরিচিত। বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে লোকগল্প সবকিছুতেই ভুত শব্দটা একটা ভয়ের শিহরণ জাগানো আমেজ নিয়ে আসে। এই উপমহাদেশে ভুত বলতে অতৃপ্ত আত্মাকে বুঝি। কোন কারনে কোন ব্যাক্তির অস্বাভাবিক মৃত্যু হলে সে ভুত হয়ে যায়,এই আমাদের বিশ্বাস। বিভিন্নক্ষেত্রে ভুতের বিশ্বাসগুলি - মেসোপটমিয়া- মৃত্যুর পর মানুষের স্মৃতি আর ব্যাক্তিত্ব যখন দেবতার কাছে চলে যায়,তখন সে ভুত হয়ে যায়। তাদের খাদ্য-পানীয় দিয়ে খুশী করতে হত,নয়তবা জাতিতে বিপর্যয় নেমে আসবে। মিশর- প্রাচীন মিশরীয়রা একেবারে মৃত্যুকে মানত না। প্রথমবার মৃত্যুকে তারা আফটার লাইফ বলত। পূনর্বার মৃত্যু যদি তারা কামনা করে তবেই সম্পূর্ন মৃত্যু হত। আফটার লাইফে মৃতের আত্মাকে ভুতের সাথে কল্পনা করা যায়। ফারাও Akhenaten পূর্ণমৃত্যু কামনা করে নাই,তাই সে ভুত। আধুনিক মিশরিয়রাও তার ভুতের দেখা পেয়েছে বলে দাবী করে। গ্রীস- হোমারের অডেসি আর ইলিয়ডে ভুতকে বাষ্পের মত মিলিয়ে যাওয়া অপার্থিব বস্তু হিসেবে কল্পনা করা হয়েছে। মেডিভেল ইংল্যান্ড- মধ্যযুগে ইংল্যান্ডে এই ভুত আর ভুতের আছর নিয়ে অনেক রোমহর্ষক হত্যাকান্ডের ঘটনা রয়েছে। ডাইনী হত্যা নামক আনুষ্ঠানিক ভাবে অসংখ্যক নারী-পুরুষকে হত্যার প্রমান পাওয়া যায়। আমরা এইবার ভারতীয় উপমহাদেশের ভুত নিয়ে কথা বলি- ভুত-প্রেত এক স্বতন্ত্র জাতি বিশেষ। বলা হয় যে মরার পর মানুষ তার কর্মফল অনুযায়ী ভুত বা অশরীরী আত্মা হয়ে দেখা দেয়। এদের নিজেদের...
Words: 251886 - Pages: 1008
...|Word |Synonym |Sentence | |Abase |to humiliate, degrade, debase, corrupt, |Don’t abase yourself by accepting this offer. | | |disgrace | | |Abash |to bewilder, confound, confuse, puzzle, amaze,|That poor man felt abashed in the company of rich man & women. He was not at | |[uh-bash] |stun, leave speechless, bamboozle. |all abashed by his open admiration (প্রশংসা). | |Abate |to remove, lessen |We resumed our journey when the rain abated. Rather than leaving immediately, | | | |they waited for the storm to abate. | |Abdicate |to forsake, give up, (পরিত্যাগ করা, অস্বীকার |Edwar VIII abdicated the British throne to marry the woman he loved. Saddam was| | |করা), resign, relinquish, hand over, step down|abdicated from his throne. | | |from, abandon | | ...
Words: 27003 - Pages: 109